এ কেমন সভ্যতা?
যেখানে নেই মানবতা।
মানুষের প্রতি মানুষের
এতটুকুও নেই ভালবাসা।


এ কোন সময়ে আমরা।
যেথায় মৃত্যু হয় সকলের কামনা।
যেথায় কেউ ভালোবাসে না কউকে,
সেথায় মানুষ বাঁচে কি করে?
এক বালতি দুধের মধ্যে
এক ফোটা চুন পড়লে
যেমনি,সবটুকু দুধ যায় নষ্ট হয়ে,
তেমনি করে সোনার দেশে,
ভালবাসা লোপ পেলে,
মানবতা বিলুপ্ত হলে,
গোটা দেশ যাবে নষ্ট হয়ে।


আমি চাইনা এমন সোনার বাংলা।
যেথায় থাকবে না
মানুষের প্রতি মানুষের বিন্দুমাত্র ভালবাসা।


আমি চাই সেই সোনার বংলা।
যেথায় থাকবে ভালবাসা।
বিলুপ্ত হবে না মানবতা।
খোদার নিকট এই করি প্রর্থনা।।