শকুনের পাখনায় উড়ে আসে হাহাকার ।
খুটে খুটে মানচিত্রের বুক চিরে রক্তহোলিতে মেতে উঠেছে ।
পতাকার সবুজে আজ শোকের কালো রং ।
লালটা আবৃত হলুদ সোনালী সৃর্যের ধ্বংসাত্বক রূপে ।
চারিদিক নষ্ট ।নষ্ট গন্ধে আবৃত ।
অন্ধকার এই পৃথিবীতে নিজকেও অচেনা লাগে ।
নয় প্রহরের ফেলে আসা রক্ত আজ শুকিয়ে গেছে।
কাল নতুন সূর্য উঠবে ।
কিন্তু সে কাল কবে আসবে?


মেঘ করুক আকাশে।
এক পলশা বৃষ্টি চাই।
পায়ড়ার পাখায় শান্তি চাই।
বাঁচার মত বাঁচতে চাই।মুক্তি চাই মুক্তি চাই