রাতজাগা ডানা ঝাপটানো পাখি আমি
         চোখে মুক্তির তীব্র নেশা।
বেদনার জল জমে শ্রাবণ
         হৃদয়ে বিষাদ বরিষা।
চোখের পাতা মোর মেলা ভার,
         ঘুমরাজা এঁকেছে যে আপন নৈপুণ্যে।
পুরো ক্যানভাস জুড়ে; তাই লাল, খয়েরী
         অতঃপর কালোর বর্ণচ্ছটা।
শিরা-উপশিরা ভেদ করে
         বেরিয়ে আসে কিছু দূষিত রক্ত।
                    কালো রক্ত, লাল রক্ত।


শিয়রে আমার দিয়াশলাই,
         আর ঠোঁটে জ্বলন্ত সিগারেট।
নিকোটিন আর ক্যাফেইনের ধুম্রজাল
         হয়েছে জীবনের চিরসঙ্গী।
আর তাতে স্বাদ জোগায়
         চারকোণা বোতলগুলো।
একের পর এক শেষ হয়
         ঢগঢগ আওয়াজ তুলে।
আর আমি হারিয়ে যাই
         কল্পনার রাজ্যে।
না! কল্পনা। না! বাস্তব!
         না! জানি না।


আমি হারিয়ে যাই তোমার রাজ্যে।
        একঝাঁক স্বপ্ন হাতছানি দিয়ে ডাকে
তোমার চাপা ঠোঁটে সল্লজ হাসি
        এলোচুল, চাহনি আমার হৃদয় কাড়ে।
যখন নেশাঘোর কাটে, তন্দ্রা ভাঙ্গে
        আবারও ঢগঢগ আওয়াজ তুলি
                    তোমায় পাবার তরে।


হৃদয়ের ক্যানভাসে যে ছবিটি
        আঁকা হয়ে গেছে,
তা কি কখনো মুছে ফেলা যায়?
        হয়তো যায়!
হয়তো তোমার কাছে আমি
       ছুঁড়ে ফেলা দোমড়ানো আর্ট পেপার,
ভালোবাসার পরশ যার
         ক্যানভাস রঙিন করে।
কিংবা কাঁচের শোপিস
         আলতো টোকাই
                   যার জীবনের ইতি টানে।


জানো বারবার-
মনে পড়ে সেই পুরনো মুহূর্তগুলো
         মনে পড়ে সুখ স্মৃতিগুলো
জড়িয়েছে ঊর্ণাজালের ভিড়ে।
         আমি ফিরে যাই
বারবার - বারবার - বহুবার।
          কিন্তু সবকিছু ছাপিয়ে
বেরিয়ে আসে
          একরাশ চাপা দীর্ঘশ্বাস।


               প্রথম প্রকাশ : ০৯ জুন,২০১৪
   অনলাইন প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২০