বাংলার বুকে আঘাত হানিছে শকুন
রক্তরাঙা খুন দিকে দিকে।
জাতির পতাকা পতপত করে
হিংস্র শকুন ডানায়
ক্রন্দন - হাহাকার ওঠে জেগে।


যেদিকে তাকাই বজ্রনিনাদ।
ফাটছে বোমা, কাঁপছে রাজপথ
লাশ পড়ে থেমে থেমে।
কোথাও ফাগুন, কোথাও আগুন
বাংলা মায়ের ঘরে।
হাসিমুখে ছাড়ে ঘর,
ফিরে আসে লাশ হয়ে।
এ কেমন বিচার তোমার
বল মা আমারে?


কুমড়ো লতার মত বেড়ে ওঠা বোনের
গোলাপি মনে স্বপ্ন ছিল কত !
পেট্রোলবোমা দিয়েছে পুড়িয়ে
অঙ্গার করেছে দেহ।
ভাই ছিল মোর সরল-সোজা
স্কুল ব্যাগ কাঁধে
মোটা ফ্রেমের চশমা চোখে
পড়তো দিন-রাতে।
পেয়েছে দু’বার জিপিএ ফাইভ
এবারেও আশা ছিল।
বোমার স্প্লিন্টার
ছোট্ট হাত দু’টিরে চিরতরে কেড়ে নিল।


বাবা মোর শয্যাশায়ী কাতরায় বিছানায়
পোড়া গন্ধ, দগ্ধ দেহে
পাশে কেউ না ভিড়ায়।
এমনি আমার হাজারো বাবা,
বার্ণ ইউনিট ভরে
করুণ বিলাপ করে।
আর তোমরা হাসো অট্টহাসি
হাঃ হাঃ হা করে।


মানুষ মেরেছি, বেশ করেছি,
কালকের প্ল্যান করো।
বোমাটা কোথায় ফাটাতে হবে?
মরবে কতশত !
টিভি কভারেজ, নিউজ কভারেজ
মিডিয়াকর্মীর ভিড়ে,
তোমাদের এহেন কর্মযজ্ঞ
বেপরোয়া গিয়েছে বেড়ে।
মরছে মানুষ, সুখের ফানুস
উড়াও আকাশ জুড়ে।
টিভি কভারেজ ! পাচ্ছ বাহবা
টাকার পাহাড় গড়ে।


জানি একদিন বিচার হবে
শেষ হবে, সব শেষ।
সেদিন মোরা হাসবো হাসি
অট্টহাসি বেশ।