তুমি ছুঁয়ে গেলে-
আশ্চর্য অনুভূতিতে ভরে যায় মন,
আমার এ দেহে আসে স্বর্গীয় কম্পন।


তুমি ছুঁয়ে গেলে-
আমার নয়নে দু'ফোঁটা জল ভিড় জমায়,
করুণ আকুতিতে গড়িয়ে পড়ে ঝর্ণাধারার ন্যায়।


তুমি ছুঁয়ে গেলে-
রক্তে কম্পন ঢেউ তোলে,
আমি আগাতেও পারিনা-
পেছাতেও পারিনা।
নাকের ডগায় কুয়াশা ঘামের মতো
লেগে থাকে তোমার স্মৃতি।


তুমি ছুঁয়ে গেলে-
এখনও আমি হাত বাড়াই
তোমায় পাবার তরে।
তোমার ভালবাসার অসংযত রবির কিরণ
অঙ্গার করেছে
আমার ভালোবাসার মানচিত্র।


তুমি ছু্ঁয়ে গেলে-
আমি আমার আমিকে খুঁজে পাই,
খুঁজে পাই আমার কোলে মাথা রেখে
তোমার বিশ্বাসের কোমল ঘুম,
আষাঢ়ে বৃষ্টি আর ক্ষণে ক্ষণে
ডেকে ওঠার মোহনীয় সুর।


তুমি ছুঁয়ে গেলে-
মনের ক্যানভাসে
রংতুলিতে তোমার ছবি আঁকি।
নীলাভ রুপশ্রীর সাথে শুভ্রতার ছোঁয়া;
সবশেষ দেখা শেওড়াপাড়া।
সেই থেকে ফেরার অপেক্ষায়
আজও পথ চেয়ে আছি।


তুমি ছুঁয়ে গেলে-
আমার যৌবনা নবোদ্যোমে জেগে ওঠে।
বন্ধনে বেঁধেছো জানি;
তবু তোমায় পেতে ইচ্ছে করে।
তাই নির্লজ্জ এ আবেদন তোমার তরে।


তোমার ছোঁয়া পেলে-
আজও আমি ছুটে যাই
তুমি ফিরে এসেছ ভেবে।
জানি তোমায় কখনো আর পাব না,
আষাঢ়ে বৃষ্টি আর দেখা হবে না।
আমার নিষ্পাপ ভালোবাসা
কুড়ে কুড়ে ধ্বংস হবে আমার হৃদয় মাঝে।
তবু চিরকাল তোমার রাজত্ব
আমার হৃদয়গহীনে সবটুকু জুড়ে।


          


             প্রথম প্রকাশকাল: ১৩ ডিসেম্বর, ২০১২
            অনলাইন প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২০