নাই বা তুমি শুনলে কথা, তবুও তোমায় ডাকি
হিরণ-বরণ মুখে তোমার, আমার স্বপ্ন আঁকি ।
দাহ ভরা এই বুকের মাঝে, তুমি আদর দিলে
সুখের ছোঁয়া একটু পেলেই অনেক খানি মেলে ।
লক্ষী আমার সোনা আমার, মোর একটু খানি বুঝ
তাকেই তুমি খোঁজে পাবে, যাকে তুমি খোঁজ ।
নানান জনে নাই গো সখি এমন একজন পাবে,
সুবাস শেষে ঝরে গেলেও যেজন পাশে রবে ।
ইচ্ছে করে থাকতে তোমার অনেক খানি পাশে,
টিপ, চুড়ি আর গয়না শাড়ি কিংবা ঠোঁটে মিশে ।


*** আমার প্রিয়তমা স্ত্রীর জন্মদিনে লিখা এই কবিতাটি, তাই কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর নিলে তার নাম হয়ে যায় আর মৌরিন্য হল তার ছদ্ম নাম ।