প্রিয়তমা, গাঢ় লাল রঙের উপর সোনালী সুতোয় খোঁচানো
জামদানি শাড়িতে আজ তোমাকে দেখার পর মনে হলো -
আমি যাকে আবহমান কাল থেকে চেয়ে এসেছি
সেই নারী-
মুহূর্তেই হয়ে যাবে অসংখ্য জনতার স্বতন্ত্র চাওয়া ।
ভালবাসি শব্দটি সংখ্যাতীত উচ্চারিত হবে তোমার সম্মুখে
পার্কে অচিরেই দেখা দিবে সহস্র মেট্রিকটন ভালবাসার স্বল্পতা ।
কেবলি প্রেমিকার চোখে যে প্রেমিক, সমুদ্রের দিকে ছুটে যাচ্ছিলো
সেও অল্প কিছুক্ষনের মধ্যে তোমার দিকে ছুটে আসবে প্রেমিকা ছাড়া।
বাদামওয়ালার কাছ থেকে যে দম্পতি বাদাম চাইছিলো
তাদের মধ্যে কেউ একজন সম্ভবত ডিভোর্স চাইতে পারে বাড়ি ফিরে ।
স্কুল ড্রেস পড়া একদল কিশোরও আড় চোখে তাকাবে এইদিকে ।
পার্কে নিয়মিত ঘুরতে আসা ধূমপায়ী যুবকেরাও
গোলাপ কিনতে চাইবে সিগারেট ওয়ালার কাছে ।
মুহূর্তেই অবিশ্বাস্য পরিমান গোলাপ বিক্রি হয়ে যাবে এই পার্কে ।
একদিনে সর্বোচ্চ পরিমান গোলাপ বিক্রির এই দিনে
ডাইনোসরের মত বিলুপত্বের সম্ভাবনায়
দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আমি
একটি সাদা গোলাপ কিনবো,
আবারও আমার ভালোবাসা জানান দিতে ।