আমায় তুমি ভিন্ন নামেই ডেকো
তবু আমার নামের নামকরণে একটি কবিতা লিখো ।


লক্ষি ছেলে নাইবা হলাম, দুষ্ট বলেই ডেকো
তবু যেনতেন এক প্রেমের কবিতায় আমার নামটি লিখো ।


ভণ্ড ছেলে, খুব বখাটে, মন্দ বলেই ডেকো
তবু তোমায় আমি ভালবাসি এই কথাটি লিখো ।


খুব আদরে নাই বা হলাম, অনাদরেই ডেকো
তবু আমায় তুমি ভালবাসো এই কথাটি লিখো


হেংলা-পাতলা, কালো, গেঁয়ো ইচ্ছে মতন ডেকো
তবু আমায় তুমি নায়ক করে একটি কবিতা লিখো ।


আমায় না হয় ভিন্ন নামেই ডেকো
তবু তোমার পাশে আমার নামটি যত্ন করে লিখো ।