আমার যখন ষোল ছিল,
তুমি ঊনিশটি কুয়াশা ভেজা
সকাল পেরিয়ে  ক্লান্ত চোখে,
তপ্ত রোদের প্রতিক্ষায় ৷
এই স্টেশন এ নেমে দেখি
আগেই চলে গেছো পার করে
আরও দুটি স্টেশন ৷
ক্ষতি নেই
আগে এসে চাঁদটাকে
দেখেছো যে রকম
এসো,
দুজন মিলে আগামী দেখি
তোমার-আমার অন্যরকম ৷