তোমাকে দেখছি সকালের ঐ রোদে
দাঁড়িয়ে দেখছি একা,
সকাল, দুপুর, বিকেল গড়িয়ে শুধু তোমাকেই দেখা।
তোমাকে দেখছি জানালার গ্রিল ধরে
দেখছি পুরো শহরটাই,
ক্ষণিকের এই দেখা টুকুই সব
ক্ষনিক বাদে তুমি নাই।


তোমার হৃদয় এ কানপেতে আমি
তোমার চোখে রাখি চোখ,
তোমায় ছাড়া ভীষণ একা আছি;
কি করে কাটাই শোক।
ল্যাম্পপোস্ট এর নিয়নের নিচে
ভালোবাসা আছে পড়ে,
ঐ ছিল প্রথম দেখা সেদিন গলির মোড়ে।


তোমার আকাশে লাল-নীল রং গুলো
ছড়িয়ে দিয়েছি আমি,
সস্তা ভালোবাসা নেই আমার কাছে
আমার থেকে তুমি দামী।
তোমার চোখে আমি পাড়ার বখাটে;
ভীষণ খারাপ ছেলে,
দিব্যি করে বলছি- ভালো হবো
তোমায় কাছে পেলে।