রোদ পোড়া ধূসর রংয়ের শরীর
ইস্পাত মজবুত হাত নিয়ে
হাতুড়ি পেটায় সারাবেলা
যে চষে বেরিয়েছে এপ্রান্ত থেকে ওপ্রান্ত
কখনো রোদে,বৃষ্টিতে,শীতে আহার জোগায়
গ্রীবা ও চিবুকের ঘামে ৷
যাকে দেখিনি কপাল কুচকাতে
দেখেছি সন্তানের ভবিষ্যৎ
গেঁথে দিয়েছে এক-একটি ইটের গাথুনিতে ৷
যাকে দেখেছি পুরোনো সস্তা
পোষাকের আড়লে ঢেকে রাখতে
সন্তানকে দামী পোষাক না দেয়ার লজ্জা ৷
দেখেছি ছায়াবৃক্ষের মত
আগলে রেখেছে আমাদের
রক্ষা করেছে শত ঝড় ঝাপটায় ৷
.......................................
সে তো আর কেউ না
ঐ ছায়াবৃক্ষ তো আমার বাবা
আমার স্বপ্ন পূরনের সারথি।