দুপুরের কালো জলে ধবল বক পাখি
এসে বসলো সঙ্গগোপনে
কৃষ্ণকলি সে স্থির দৃষ্টি তার ঝাউবনে ৷
খুকি তার হাতের পুতুল ছুড়ে দিলো জলে
পাশাপাশি ঘর এইখানে আমাদের
সুনিবিড় মায়া গড়াগড়ি এ ঘরে ও ঘরে
একই জলে স্লান দুপুর-প্রভাতে
ছোট মোদের ঘর, কুটুমের আনাগোনা
সদা বিস্তর দিনে-রাতে  ৷
গ্রীষ্মের দুপুরে পাগলা হাওয়া ঝাপটায়
পুবে শীতলপাটির বিছানা
দুপুরঘুমে মগ্ন তারা মায়াতে ৷
কৃষকেরা গায় গান দূরে কোথাও
ভেসে আসে বাতাসে ৷
পলাশ ফুলের খেলায় মেতেছে
শালিকের দল
পাতার ফাঁকে ডাকে মাঝে মাঝে কোকিলে ৷
কৃষ্ণচূড়ায় আগুন ঝরে
দুপুর বেলার ফাল্গুনে ৷
এইখানে পাশাপাশি বসবাস  তোমাতে-আমাতে
রূপলী চাঁদের আলো
উঁকিমারে বাতায়নে
রাত জেগে পাহারায় একলা সে চাঁদ
তাঁরা গুলো পর হলো আকাশের
কৃষ্ণকলি সে স্থিরদৃষ্টি তার রূপলী জলে ৷
এই খানে পাশাপাশি তুমি আমি একসাথে ৷