মিন্টন বা হোমারের কবিতা
তোমার ভাল লাগেনা তারপরও
বিছানার পাশে পড়ে থাকে বদলেয়ারের কবিতা
মনে মনে পাঠ করো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ৷
ল্যামপোস্টের নিচে দাড়িয়ে থেকেই
সময় কাটাই ঘন্টার পর ঘন্টা
অবশেষে উঁকি দিলে,ফের চলে গেলে বারান্দায়
জানালার পাশে তোমার অবয়ব ঘুরেফিরে কাঁদে
আমি চড়ুই হয়ে রোজ বসি তোমার বেলকোনিতে
বিভোর হয়ে শুনি তোমার কবিতা পাঠ
তুমি কথা বললেই মনে হয় কবিতা  
তাই প্রতিদিনই ক্ষতবিক্ষত হই তোমার কবিতার ছুরিতে
রক্তাক্ত হই আপাদমস্তক ৷