জোসনা পড়ুক, বৃষ্টি ঝরুক
চাঁদ বদন ঐ মুখে,
একটি জীবন কাটিয়ে দিবো
তোমায় দেখার সুখে ।
আষাঢ়-শ্রাবণ পার করেছি
মেঘের দিকে চেয়ে
রংধনু আজ রং মেখেছে
তোমায় কাছে পেয়ে।


মিষ্টি মেয়ে দৃষ্টি তোমার
বিষন্নতার ছায়া
মরেই যাবো,ঐ চোখেতে
কেন এত মায়া?


২৪ অগ্রহায়ণ ১৪২৬
রাত ১.৪০ মিনিট।
গাজীপুর, বাংলাদেশ।