দারিদ্র্য আর অভাবে গ্রাস করা
শীর্ন দেহ খানি
হাড় ভাঙ্গা পরিশ্রম সদা জাগ্রত
মুখো-অবয়ব।
পৃথিবীর বিলাসীতা আজ সে চায় না
শুধু চায় একটু খানি মাথা গোঁজার আশ্রয়
দুবেলা দুমুঠো ভাত।
নিয়ন আলোয় উদ্ভাসিত মুখে মায়ের দিকে চেয়ে মুচকি হাসি,
ষোড়শী বালিকার কৌতুহলী চোখ বলে,,,,
'মানুষ এর জীবনে এতো অপূর্ণতা ক্যান?
ক্যান এত অভাব-অনটন।
কারো কিছু ভীষণ দরকার তার সেইডা নাই ক্যান?
কারো যা লাগবো না তাই ক্যান তার পায়ে লুটোপুটি খায়।


আমি থমকে দাঁড়াই-
পৃথিবীর তোমার নিয়ম কেন এত নিষ্ঠুর
তোমার অটেল সম্পদ কেন আজ কিছু মানুষের কাছে জিম্মি।
কেন এত অসম বন্টন তোমার সম্পদের।
যারা পায় শুধু তারাই পায় ......।


২০-০১-২০২০
গাজীপুর, বাংলাদেশ।