তোমার চোখের মতো
নরম নদী
দূ-কূল ছাপিয়ে বেয়ে যায় প্রিয়,
ঢল ঢল চোখে আকুল পরাণ
একটু ভিজিয়ে নিও।


তোমার চুলের মতো
শুভ্র মেঘদল
একটু খানি শীতলতা প্রিয়,
দেখি না কিছুই তোমাকেই ছুঁই
স্পর্শে ভরিয়ে দিও।


(বি:দ্র: রমনী ও নদী একটি বিশেষ ধাঁধা)
বাংলা,১৪২৭ বঙ্গাব্দ
ধামরাই,ঢাকা।