সহস্র বছর পরও
চাঁদের আগুনে নিজেকে নিক্ষেপ করে
শুদ্ধ হবো,
উঠোন পেরিয়ে দুপা জলে ভেজাবো
করুন চোখের দৃষ্টি দিয়ে
বলবো `ভালবাসি'
প্রচন্ড জ্বরের ঘোরে
কপালে যখন হাত রাখবে
চমকে উঠে বলবো
'ভালবাসি'
আমি যখন থাকবো না
আমার বিদেহী আত্বা ও বলে উঠবে
'ভালবাসি'
সমাধিস্থলে কান পেতে দেখো
কবরের নিরবতা ভেঙে
মৃত্তিকা,মাদূর তারাও বলছে
`ভালবাসি'