আজ প্রকৃতির মতোই ধূসর
তার কাজল রঙের চোখ
নিকষ কালো চুলের বড়ই অভাব।
আমি দেখেছি তার মনে প্রেম নেই
সে আর বারান্দায় দাঁড়িয়ে থাকে না
তার জন্য কেউ কদম ফুল অথবা রজনীগন্ধার বিকেল পার করে না ।
আজ সে বড্ড ফিকে
রংহীন বিষন্ন কাকাতুয়া
তার জন্য নেই নদী, জল ,অরন্য।
নেই পায়ে মাড়ানোর সবুজ ঘাস
নেই পালতোলা নৌকা, মাঝির গান
দখিনা বাতাস তার কথা বলে না
রমণীকে আর কেউ খুকি বলে ডাকে না
বর্ষার জলে স্নান সেরে ধুয়ে নেয় রিক্ততা


রমণী
প্রেমহীন‌ পার করো তোমার বসন্ত ?
নাকি বসন্ত তুমি খোঁজো না ।