তোমার শহর তোমার আকাশ
তোমার নিঝুম রাত,
সব হয়েছে ব্যস্ত এখন ব্যস্ত কাটে প্রভাত ৷
অলিগলি খুজে মরি
যদি দেখা হয়ে যায় হঠাৎ,
ভালো আছো খুব
নাকি ভালো নেই
এ প্রশ্নের কোনো মানে নেই
শুনবো না  কোন দু:সংবাদ ৷


তোমার শহরের ইটের দেয়ালে
এটেঁ আছে একাকীত্বের গান,
ভোলেনি তারা তোমার স্মৃতি
তোমার অভিমান ৷
অপেক্ষায় আজো
যদি দেখা হয়ে যায় হঠাৎ ,
ভালো আছো খুব
নাকি আমায় মনে নেই
এ প্রশ্নের কোনো মানে নেই
শুনবো না কোন দু:সংবাদ ৷


মুঠো ফোনে বাজে না আর
চেনা রিংটোন
কফির কড়া গন্ধে পালিয়েছে ঘুম ৷
আর তুমি নেই,,,
জেগে ওঠার কোনো তাড়া নেই
ভাল আছো খুব
নাকি ভালো নেই
এ প্রশ্নের কোন মানে নেই
বুকের পা পাশে তোমাকে
হারানোর অভাব,
তোমার শহর তোমার আকাশ
তোমার নিঝুম রাত
সব হয়েছে ব্যস্ত এখন ব্যস্ত কাটে প্রভাত ৷


(বিঃদ্রঃ ইহা একটি গীতিকবিতা)