তোর ভালবাসা পেলে,
বখাটে ছেলেটা মায়ের কথা শুনত
বিচ্ছু ছেলেটা রোজ যেতো স্কুলে ৷
তোর ভালবাসা পেলে,
দুষ্টু ছেলেরা ঢিল ছুড়তো না
তোর বাড়ির চালে ৷
তোর ভালবাসা পেলে,
ভেজাল খাবার তৈরী হতো না আর
তোর ভালবাসা পেলে,
পাড়ার লোকের ভাঙ্গতো না সংসার ৷
তোর ভালবাসা পেলে,
বিরোধীদল ডাকতো না হরতাল
ক্ষমতার লোভে দিশেহারা হয়ে
হতো না  মাতাল ৷
তোর ভালবাসা পেলে,
থেমে যেত যত শহুরে যান-জট
ট্রাফিক পুলিশ প্রয়োজন হতো না
রাস্তার মোড়ে মোড়ে,
সরকারী কাজে ঘুষ নিতো না
ঘুষখোর সব পালাতো দেশ ছেড়ে ৷
তোর ভালবাসা পেলে,
দেশে দেশে আজ তাজমহল গড়া হতো
তোর ভালবাসা পেলে
বিশ্ব যুদ্ধ আগেই থেমে যেতো ৷