জাগো হে মমিন!অসৎ নিধন
জালিমের বুকে কর হে ছেদন!
                 এসো জাগরণে
                  সাহস মননে
          দ্বীন দুশমন কর হে দমন।


হাঁকিছে আগাম কোথা বীর মনি
শহীদি মরণ চির অমরনী!
                গোলামি ছাড়িয়া
                ওঠরে জাগিয়া
ধরনীর যত আছ দ্বীন মনি!


নূরের আলোয় জ্বলো প্রোজ্জ্বলে
বীর বাহাদুর ক্ষীপ্ত অনলে
                 সময় যে যায়
                 হেয় সাধনায়
আঁধার নাশিতে জাগো দলে দলে!


জাগো হে মমিন! বেদ্বীন দুরণ
বজ্রধ্বনি কাঁপে পাপ মন,
                একতার বলে
                সফলতা ফলে
বলে গুনিজনে আসিবে শোভন!


এসো রণরণে মহাবীর বেশে
নব নমরোদ গজিয়াছে দেশে
                 পুরোনো হিংস্রতা
                  ভীরু দর্শিতা
পাপের জগতে দ্বীন প্রেমি ফেঁসে।


লড় বেইমানে রাখিয়া ঈমান
আঁখিরাতে পাবে তবে সম্মান
                  হেয় গর্বিত
                  ন'—উন্নত
জালিমের জাত কর অবসান!


জাহেলি জগৎ ইবলিশ বশে
কোরান অতলে হিসাবটা কষে
                 মাতে কলরবে
                 হীন উৎসবে
উল্লাসে মাতে মমিনের ধশে!


কোরানের বাণী অরাজে গমন
খাইবার মাটি লোহিত ধারণ
                    প্রাণ দিল হেসে
                    মান পাবে শেষে
নাজাত খোদার কর আরাধন!


সময় এসেছে বদলা নেবার
হে জনতা কর সাহস সঞ্চার
                   মজলুম তরে
                   গ্রাম কি শহরে
বিচার বিভাগ হীন কদাকার!


নিরুপায় আজ অতি সাধারণ
হে নবীন প্রাণ দাও বিসর্জন
                   তোমাতে মুক্তি
                   তোমাতে সুপ্তি
খোঁজিছে আগামী তোমায় সর্বক্ষণ।


কাব্যগ্রন্থ:-রক্তাক্ত মাঠ