কালের মুখে বেঁচে আছি
পাঞ্জা ধরে মৃত্যুর সনে,
কাটাই এখন বন্দি জীবন
অবহেলার—অযতনে;


ন্যায্য কথা বলতে মানা
প্রকাশ্যে হোক কিংবা আড়ে,
আকস্মাৎ আমন্তক মৃত্যু
এসে চেপে বসে ঘাড়ে!


আর কতকাল বাকস্বাধীনে
কাটাবো জ্বালাময় দুর্দিন,
প্রাণ হারাবে কত হবে
সহস্র জননী কূলহীন।


ভীমকারার ঐ ভিত্তি নেড়ে
হে নওজোয়ান হও জাগ্রত,
কাল বাধার ঐ প্রাচীর ভেঙে
নে বোঝে তোর ব্যাক্তিগত।


মুখ বুঝে হায় আর কতকাল
রইবি বসে বিকল হয়ে,
আয়রে সবাই রণাঙ্গনে
দামাল কামাল বঙ্গ জয়ে।