জাগো হে নাবিক রণে অসুর দমনে
অরাজ প্রাচীর নাশে মহা কল্লোলে
উন্নত মম শিরে অলীক দখলে
তাগুত মুর্খ গোলকধাঁধা পেষণে!


পায়ে পায়ে দুর্গতি বেষ্টনী শিকলে
গোলামিতে লুটোপুটি অসুর চরণে?
খোলো নিদ্রালু চোখ ত্যাজি দশানলে
গাহ সাম্যের গান জয় দর্শনে।


উঠিছে সমীর ধর হাল ছাড়ো তরী,—!
প্রবাহিত ঢেউ দেখে ন কাঁপে ধমনী
সমুখে আগত বিষধর কাল ফণী
ধৈর্য্য ন হারা মাঝি ঝড়ে নাহি ডরি?
মশকিল আসানে রাখো প্রভু স্মরণে
হাঁকো হায়দারী হাঁক শত্রু নিধনে।