বুঝি ঐ জনতা জাগিল
স্বতঃস্ফূর্তে সিন্ধুর হাঁক হাঁকিল
অসুরের স্তম্ভ,লৌহ জিঞ্জির কাঁপিল–
এই বুঝি ঐ জনতা জাগিল?
রণ—ক্ষেত্রের রিপু গ্রাসে
আম্ফান রূপে ধেয়ে আসে
দলে দলে জয়োল্লাসে
গৃহ কোণ ছাড়ার ডাক আসিল!
এই বুঝি ঐ বন্য শোয়ার জনভূমি ছাড়িল।
দিগ্বিজয়ে প্রত্যয়ে যেই হাতে হাত রাখিল!
এই বুঝি ঐ জোর কদমে দীপ্ত মুখর অধীন নাশিল!
অগ্নিময় প্রত্যুষে দাসত্বের দোয়ারে কড়া নাড়িল!
বধির মুখে যেনো বিদ্রোহের সুর বাজিল!
হিংসা,বিদ্বেষ পৃথ্বীর মাঝে
কর্তনে ঐ অলীকরাজে
বৈরী,উল্কায় বীর জনতা যেই জাগিল।
রক্ত খেকো কেউটে বর্বর নিজের ফাঁদেই ফাঁসিল;
ধর্ম বর্ণ ভুলে ছিন্ন জাতি যেই বুকে বুক বাঁধিল!