একটি বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি থেকে যায় হতাশার ভিড়ে নয় ছয় হয়ে যায় হিসেব-   নিকেশ!


সেকেন্ড়ে থে মিনিট থে ঘন্টা-দিন থে সপ্তাহ থে মাস থে বছর
রাত্রি শেষে আসে আলোক বর এভাবেই শেষ হয় একটি বছর।


প্রাপ্তি আর অপ্রাপ্তির শত স্বপ্ন জব্দ হয় ক্যালেন্ড়ারের রঙ্গীন পাতার ক্ষুদ্র ক্ষুদ্র
কর্নগহ্বরে,অনেক দুরের অচেনা মুখ পরক্ষনে অতি প্রিয় আত্নীয় হয়ে যায়!


আবার অনেক প্রিয় মুখও পর হয়ে যায় তড়িৎ ন্যায় নদীর ভাঙ্গনের ন্যায় বিলীন হয় সময়ে তীর সে ভাঙ্গা গড়া খেলায় কোথাও জাগে এক ফালি চর কারো কারো হয়ত
ভেঙ্গে নিশ্চিহ্ন হয় কাঙ্খিত স্বপ্নের ঘর।