আমার গৃহে আঙ্গিনায় ঘাস ফুলেরা সব হাসে
নিশীথি রাতের চাঁদের আলোয় উঠোন আমার নাচে!


কাঁশফুলের ঐ নটা ছনে ছাওয়া ঘর পাট কাটির বেড়ায় ঘেরা বাঁশ পাতায় দেওয়া।  


উঠোন জুড়ে দোআশ মাটির স্বর্ন কনা খেলে পুর্নিমা রাতের চাঁদের ঝিলিক।


হেথায় ড়ানা মেলে ঘুরে বেড়ায় মুক্ত মনা
বিহংস আর বিহংসী পাখ পাখালি গান গায়
নারকেল আর দেবদারূ গাছের পাতার ফাকে ফাকে।


মৃহি মৃহি বাতাস বহে হৃদয়ের বাঁকে বাঁকে
হেমন্তের ঐ বিহঙ্গ গুন্জনে পুর্ন দিবানিশিকায় মধুর সুরে গান গায় আমার আঙ্গিনায়।