আমি-নবীনেরই প্রবীন আমি ক্ষীনতার চে ক্ষীণ!
সর্বকুজনে আমি স্ব-হস্তে হানিয়া আঘাত মুন্ডু করি ছিন্ন
আমি-শোক শ্লোকই জনের মহানন্দ!
আমি-অপ্রকাশিত কবিতার নীচক ছন্দ!


আমি-আকাশ-সুবিশাল
আমি-ধর্জ্জীটি অধীর!
হাসতে হাসতে দাড়ায় মঞ্চ ফাসির!


আমি-এ কাল ঐ কাল দু কাল করি বজ্রাঘাতে বজ্রপাতে তোলপাড় আমার বজ্র কন্ঠদ্বার-উৎফুল্ল,প্রাফুল্ল আপামর জনতার অহংকার!


আমি-রৌদ্রতপ্ত রৌরব ছিন্নাকার নিরীহ নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার দাবীদার-
আমি-মহাদরদী, জোদ্ধার-প্রোদ্ধার বঞ্চনার গঞ্জার!


আমি-রাজার রাজা মহারাজার!
আমি-দ্বীনদার ক্ষুধার্ত ভোখার উদরে মিটাই ক্ষুধা!
আমি-বাদশাহীর বাদশা মহা বাদশাহী অবহেলিত প্রজার!


আমি-মহারাজ রাজ্য হীন রাজা আমার মাঝে নেই কোন আপো অন্যায়-অবিচার-অত্যাচার বিরাজ আমি মহা দরদীর অতুল দ্বার!


আমি-দুরন্ত উদ্দাম খুদিরাম মহা জনম দুখী
রাজ্যহীন রাজা-
তবুও সুখী আমার রাজ্যের সর্ব প্রজা!


আমি-মহাবীর নবীজির হযরত উমর ফারুক-খেজুর চাটাই এ বসে অর্ধ নৃ শাষনকারী দ্বীনের সৈনিক!
আমি-নির্ভীক নির্বাক-ভয়হীন মনি চলি একা একা তিমির রজনী!


আমি-দরদীর মহাদরদী জনম দুখীর-দুখার!
আমি-মহাবীর হযরতে আলী-শ্রেষ্ঠ বীরত্বের এক মহা প্রতীক শান্তির!


আমি-দ্বীনের পাগল খোদা ও রাসুলের প্রেমে এক বড্ড উন্মাদ সদা সত্য কথা যায় বলি
আমি-সত্যের সন্ধানী-অন্যের ন ধারী দ্বার এ আমার আমৃত্যু অহংকার-অঙ্গীকার!!!


আমি-খেকশেয়াল অতীব চতুর মহাপন্ডিত
অল্পতেই বুঝে করি সাবাড় সমস্ত গনিত ঝিমাইনা বসে পড়ার টেবিল!


আমি-গভীর জলের রাজা হিংস্র প্রাণীর
তিমির হাঙ্গর আমি বড্ড রসিক নাগর!!


আমি-এভারেস্ট করতে পারি জয়;
করতে পারিও আবার পাথর ক্ষয়
আমার নেই কোন আমিত্বে ভয়!


আমি-চির দুর্জয় দুর্বার আমি দুস্তর দুস্কর পারাপার
আমি-মহা প্রলয়,হিমালয়,হিমাদ্রির আমার
নিকট সব তুচ্ছ আমি বীরত্বে মহাবীর!


আমি-তুফান,মহাঝড নামদারী নারী নার্গিস
আমিহআপনারে ছাড়া কাউকে করিনা কুর্নিশ


আমি-দুর্লভ দুরন্ত পাথের দুর্গম পথিক আমি স্রষ্টা ভীরু সৈনিক কারো কাছে করিনা নিজ নত শির
আমি-মহাবীর শেরে আলীর বংশের বংশী!!


আমি-দ্বীনদার উদার আমি রাজার-রাজা
মহারাজা ভুখার
আমি-বজ্র কঠিন?আমি সর্বশ্রেষ্ঠ নবীর দ্বীনের প্রেমিক আল্লাহ ভীরু সৈনিক!!


আমি-রাজ্যহীন মহা সম্রাট আমি বড্ড ক্ষিপ্ত
খেপাটে বন্য হিংস্র প্রাণী সিংহ
আমি-বিদ্রোহীর মহা বিদ্রোহী দরাসয় করি অন্য রাজার রাজ্য আমি বৃশ্নের বিশ্ন!


আমি-তীব্র আগ্নেয়গিরি আমি নির্মম আমি নরম মোম
আমি-পাষাণ,অথৈয় জ্বলোচ্ছাসের উত্তাল ঢেউ মহা সমুদ্রের আমি দুরন্ত প্রবাহ ভয়াবহ নদীর;


আমি-এ পার ওই পার ভেঙ্গে করি চুর্মার
আমি-সর্বজনার স্বপ্ন করি ধুলিশ্বাদ
আমি-রণক্ষেত্রের মহাসীমার লুকান চোরাবালি-আমি মহা দুখীর দরদী সমবেদনী!


আমি-কখনো কখনো শত্রু মিত্র সবেরে
বুকে নিই ভালবাসায় টানি,
আমি-বিদ্রোহী তপ্ত বালুকাময় তীব্র তপ্ত
মরুভুমি
আমি-কুল কিনারহীন নীল দরিয়া-


আমি-মহা গহিন সাগর আমার নেই কোন অতুলেরও অতল,
আমি-নির্লজ্জ,নির্বোধ,আমি বড্ড বেহায়া
আমি-সর্বজনে করি সহসা ছল?