আমি কবর আমার নেয়না কেহ খবর
দরজা-জালানা নেই আলো বাতাস
কেমন হবে তোমার নিবাস!
ঘোরগুটে আধার আমার ভিতর।


সারে তিন হাত মাটির ঘর আমি যে কবর!
আহ্বান করি তোমায় হে আদম সন্তান প্রতি ক্ষনে-ক্ষনে আসতে আমার এই আধার ঘরে!
ঈমান সাথে লয়ে—


ঈমান ছাড়া এলে হাবিয়ার অগ্নিকাণ্ডে জ্বলবে তুমি অনন্তকাল ভরে?
উপর নিচ ডান বামে-চাপ দিব চৌধারে।


আসলে আমল ছাড়া।
শুন্য হস্তে এলে তুমি ভয়ানক সাপে তোমায় করবে তাডা!


চলবেনা সেদিন কোন তালবাহানা
শত অজুহাতে রক্ষা পাবেনা,
মমিন হলে পাবে রেহাই অন্যথায় তুমি পডবেরে বেকাইদায়?

নামাজ রোজা হবে তোমার হবে
সঙ্গের সাথী ঈমান  লয়ে আসো যদি
জ্বলবে তোমার ঘরে নূরের জ্যোতি।