হে প্রান প্রেয়সী সকালো কাটিলো মোর তোমারো পথো পানে চাহিয়া,
দুপুরো ফুরালো মোর ধুলো বদনে মাখিয়া পডন্ত বিকেল সেও কাটিয়াছি উদাসী
বিছানায় হোয়ে ঘুমাইয়া ঘুমাইয়া!


সন্ধ্যারো এ ক্ষনে আসি প্রদীপ জ্বেলে রহিয়াছি বসি-
আমি না জানি এ আগত রাতি মোর কেমনে যাবে গো  হে প্রান সখি তুমি হিনে কাটি?
বিথা এ রজনী নিরাশার বানী!