ভালোবাসা মানে ছোট্র একটি মন সেই মনে স্বপ্ন বুনি সর্বক্ষন-
ক্ষুদ্র ক্ষুদ্র আশাতে সৃজন দুজন দুজনার মধুর আলাপন!


ভালোবাসা মানে কখনো হাসি কখনো পাজর ভাঙ্গা কান্না
কখনো দুঃখ,কখনো বেদনা সাদা মন কখনো কদর পান্না?


এক চিলতে ভুলে ভেঙ্গে যায় ওই মধুর মিলনও ক্ষন;
ভালোবাসা মানে আশা নিরাশার দহন-


লুকোচুরি খেলা ধরা যায়না যায়না ছোয়া ঐ দুর আকাশের সাত রংয়ের রাম ধনুর মেলা।
এ বিচ্ছেদে কেউ ঝরে পরে অকালে ঘোরে পাগল রুপে দু নয়নে অশ্রু লয়ে কেউ কি আছেন বাঁচান মোরে পড়েছি প্রেমে না বুঝে ভালোবাসার মানে?