জাগো-বীর বাঙালি পরস্মৈপদী চলবে কত,
           জাগো রে ফের যত
অত্যাচারির শোষণে-জুলুমে যারা নত!


যত-পরাকৃত শক্তির আজ অবসান টানি
বন্দী-পরাধীন এ দেশে স্বাধীনতা ছিনে আনি
        ঘুচায় যত গ্লানি গাহি রে সাম্যের বানী?
তেজি সূর্য উদয় আধাঁর ধরায়
দন্ড়িমান পরহিতব্রত।


জাগো-আজি চুর্নি স্বৈরাচারী জুলুমে-অত্যাচার
দেশ-জাতি সমাজ ধর্ম শেষ হাতে যার।
আজি স্বাধীন বঙ্গে অপশক্তি খাড়া
আয়রে পরাক্রান্ত-নরপিশাচ তাড়া,
সুদিন-ওরে নিপীড়িত জন পরিক্রমা পরাবৃত্ত?


জাগো-পুত্র হারা জনম দুখি
মা জননী আজ কুলখালি
বুকে-কষ্টের পাথর ভেদে এই ভূখন্ডে
তাজা রক্ত ঢালি?
স্বৈরাচারীর শাষণ ত্রাসণ হোক আজ দূরীভূত!


জাগো-জগতের লাঞ্চিত যত আছও বিকল
আজি চুর্নি পরাধীনের জঞ্জাল লৌহ শিকল।
হটাও যত বিষধর রক্ত চোষা ওই রাজ দ্রোহী
মানব রূপী বাস্তুসাপ?


জাগো-তন্দ্রাচ্ছন্ন বীর বাহাদুর কালের চক্রে বন্দী যত অবহেলিত রে বাঙাল,
হঠাও যত মুখোশদারী অসুর আত্মঘাতী নরপশু রাজ্যে যারা কাঙ্গাল।


জাগো রে আজ যত সাম্যের সৈনিক লাঞ্চিত বীর সৌর্য পুত্র,
জাগো-চুর্নিশে ওই স্বৈরাচারী রাজার হীন রাজত্বের সুত্র।


উঠিয়াছে উঁচিয়ে শির নব নমরোদ নব এজিদ
কেড়ে নিতে নিরীহ জনতার হাজার রাত্রির শান্তির নীদ!


জাগো- বহির বিশ্বে যত আছও
রাজপথ কাঁপানো সেই বাগশী,
রুখতে হবে স্বৈরাচারীর স্বৈরশাসনের
কালের চক্র সজোর হাকছি।
বিচুর্ন জনতা এক হও?