সাত জন অমর ক্ষ্যাত
       নিখিল ভুবনময়,
ওদের রক্তে রঞ্জিত দেশ
        নব সুর্যের উদয়।


কত যে জল কত স্থল
  পেরিয়ে মাঠ প্রান্তর,
শত্রুর বুলেট সিঁধেছে বুক
  খন্ডাকারে পাজর।


একাত্তরের কালো রাত্রি
     করুণ এক কাহিনী,
লাখো বাঙালির প্রাণ হানি
    নরপশু পাকবাহিনী।


দামাল ছেলের জীবন দানে
      দেশ হয়েছে জয়,
হয়নি নত বুকে ক্ষত
     শত্রু করেছে ক্ষয়।


ওরা সাত জন মহান পুরুষ
  কোটি প্রাণের আশ,
ওরাই তুলছে শত্রুর বুকে
    মহা-বৈরী ত্রাস।
  
ওরা সাত জন বীর বাঙালি
     সুর্য সন্তান মা'র,
বিজয় ছিনে উপহারে
    দিল স্বাধীনতার!
  
দেশের তরে যুদ্ধে লড়ে
  আমাদের করেছে ঋনী,
লাল সবুজের এই পতাকায়
   রয়েছে মিশে জননী।
  
ওদের প্রাণের বিনিময়ে
   রক্তে ভেজা মাটি,
সোনা নয় রুপা নয় হীরার
   চাইতে অধিক খাঁটি।
    
বীর বাঙালি দামাল ছেলের
   মনে ছিলো উদ্দেগ,
বিদ্রোহী এক ভাষণ টানে
   কৃষক জেলে সব এক।  
  
আজও তাদের স্মরে কেঁদে
চোক্ষুবানে ভাসে বুক,
সব বাঙালি এই দিনটাতে
মলিন রাখে প্রিয় মুখ।