ইচ্ছে ছিলো আকাশে সহস্র তারাপুঞ্জের মতো তোমাকে নিয়ে স্বপ্নময়ি বাসর সাজাবো—


ইচ্ছে ছিলো তোমাকেই অমর সঙ্গিনী করে
জোনাকি আলোর মেলায় একটি প্রহর কাটাবো।


ইচ্ছে ছিলো তোমাকেই সবুজে সবুজে রাঙ্গাবো পুর্নিমা চাঁদের রুপোর থালায় বসে           দুজনে নির্জনে মিলনের মালা গাথিবো—
      
ইচ্ছে ছিলো তোমাকে সঙ্গী করে নদীর স্রোতে সুখের ভেলায় বেসে বেড়াবো নিঝোম নিশি—


ইচ্ছে ছিলো স্নৃতিচারন স্বরূপ তোমার নামে প্রাসাদ গড়বো—
ইচ্ছে মোর ইচ্ছেই রহিলোতোমার ঐ প্রাসাদে আজ অন্য কেউ এসে দ্বার খোলিলো              
মেঘে-ঢাকা আসমানে আজ অস্ফুট ব্যাথা
কান্নার কেউ নেই দেখার।


কাব্যগ্রন্থ: মুক্ত বিহঙ্গ