শান্ত জলে হিংস্র তিমির-হাঙ্গরের রাজ ক্ষুদ্র তাড়া
শাসনে শোষণে নষ্টামিতে বন্দি সুশ্রী পূর্ণ জীবন ধারা;


অসৎ সর্বপুরি উচ্চে-সত্যের কন্ঠে ঝুলে মিথ্যের দড়ি
স্বাধীন দেশে ভ্রহ্মচারির রাজ জনতার বুকে গড়াগড়ি!


পাটাতনের ঘষা খেয়ে রক্তাত্ব দেশ চুর্ণ বুকের ছাতি
নগ্নতার নষ্টালজিকে নির্বোধ নীরব বীরের জাতি!


আদি-নরপশু হিংস্র দানব উপদবে জনতা চুপ ভয়ে,
নির্বোধেরা উল্লাসে খুব নৃত্য রত খেলার পুতুল হয়ে?


কৃষক জেলে কুমার তাতী রোদে পোড়ে গামায় মাথা
বিত্তশালীদের সুখ শীতল মাঝে পাচ্ছে শোভা ছাতা!


জনতার কাতারে ভাষণ দানে-নিত্য আসা যাওয়া
ভোটে জিতে ওরা সেই জনতাকে করে শুধু ধাওয়া।


নেশাগ্রস্ত তারুণ্যের বুঁদ বিত্তশালীর চালে দাবার গুটি
পরাধীনে নত বাঙালি বীর ধশ একতার শক্ত খুঁটি?


দস্যুর ফাঁদ পাতানো জালে জব্দ স্বাধীন জাতি
এক দল নগ্ন পৌরুষ কারো বুক শুন্যে রয় মাতি!


ত্রিশ লক্ষ প্রাণ লাখো মা বোনের সম্ভ্রমে অর্জিত দেশ
রক্ত খেকো খাচ্ছে চুষে আমার সোনার বাংলা শেষ;


অট্টালিকা গড়ছে ওরা দুর্বলেরই লাথি মেরে পেটে
সত্য কথা বললে কেহ মৃত্যু এসে দাঁড়ায় তারি গেটে।