জাগো শাশ্বত বীর অশোরের বুক চিরি-আদি বিবাদ
চুর্নি যত অনিয়ম বিশৃংখল স্বৈরাচারীর পাতানো-ফাঁদ!


জাগোরে বীর-অরন্যচারির পথ সম্মুখ হিমা অসীম
অসৎ বর্বর রঙ্গ মঞ্চে-বর্জ্য ঘাতে টানি অন্তিম!


জাগো মৃত্যজয়ী অমর মহা মানব বাঙালি বীর  
অকোতভয় সুয্যি সন্তান জালিম শাহীর বক্ষ চীর!  


জীবন দিয়ে যারা-দেশকে দিলে এনে মুক্তির সাধ
তোমাদের বুক রক্তের স্রোত-নয় মাস চাষা আবাদ!  


স্বৈরাচারীর দাম্ভিকতা চুর্নে-দশকে পরালে জয়ের হার
নবরুপে সাজালে নিজ সত্তা দুরীভুতে গভীন আধাঁর!  


তোমার বুকে চির সুখে চির নিদ্রায়- সহস্র বীর  
ছিনিয়ে-লাখো প্রাণে সম্ভ্রমে ক্রয় এ সুখের নীড়!  


হিংসা বিদ্বেষ ক্রোধ বোধ-দাও হে বীর জলাঞ্জলি
ফানুস ধশে-যত নেকাবের ঐ কষাকষি দলাদলি!


জাগ্রত হও কৃষক কুমার জেলে তাঁতী-এসেছে ক্ষণ
অপমৃত্যু রুখতে শত্রুর রথে তুলি আজ মহা রণ!


হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান-হও সবে একাকার
এসো বীর বাঙালি স্বৈরাচারীর মসনদ করি চুর্মার!  


গর্জে ওঠো উড়াতে এ পরাধীন হে স্বাধীন কাণ্ডারি
শত্রুর রক্তে রঞ্জিত হোক আবার ঝং ধরা ঐ তরবারি!


আদি চক্রের-অগ্নিগিরি আজো জ্বলন্ত শিখ
পুড়ে বশ্য আলোর পৃথ্বী জুড়ে আজ দুর্ভিক্ষ!


দিনে দিনে বেড়েছে বেদম শহীদ দানের সে-ঋন
স্বাধীনতার উজ্জ্বল প্রদীপ আধাঁরেতে আজ বিলীন!


বৃথা যেতে দেবনা আর জনম দুখির অশ্রুজল
যুদ্ধে যাবো স্বাধীন হবো নিদ্রা যাব শান্তিরাচল।


অগ্নিকুণ্ডের মত জ্বলো জ্বলসে দাও আজ পাষণ্ড বুক
পুত্র হারা জননীর চোখের জল মুছে দাও তারে সুখ?


ত্রিশ লক্ষ প্রাণের তাজা রক্তে ভাসমান জননী  মা
পরাধীনের কংস জাতির হাতে কব্জা বন্দি স্বাধীনতা!


বাঙালি বীর রণ ভুম্মের-অধিপতি মান্যে মা'র হুকুম,
হাকিছে মুয়াজ্জিন কাঁপিছে ধমনী জাগো ভাঙ ঘুম।


বাকবন্দী আজ দলভুক্তহীন দুর্বল যত-রয় পীড়নে
এসো রোদন শোকে জাগি কালচক্রটা আজ নিধনে।


বিকল গনতন্ত্র মেরামতে সাহসে প্রাণ সবে বাঁধি
অপসারণে আজ গর্জে উঠো বিনাশ যজ্ঞ আদি।


আদেশ নির্দেশ পক্ষ পরবাসী কেউ দিবেনা হুকুম,  
বাঘিনীর দল-ক্ষুধার নেশায় আজ মানুষ করে ঘুম!