দৈন্যদশার রক্ত চুষে দ্যাখো উচুঁ শ্রেণীরা লালে লাল
স্বৈরশাসকের শোষণালে প্রজার পিঠের নেই ছাল;                     ডিজিটাল হায় ডিজিটাল
               দেশ জনতা নাজেহাল-


চুতুর্দিকে ঘোর দুর্ভিক্ষে বিকৃত আমজনতার প্রাণ
জোর-জুলুমে খুন মরশুমে টকশোতে ঝড় তুফান!
                 গাহে মুখে সাম্যের গান
                  মুখোশধারী শয়তান-


মানুষ খুনের রাজনীতি হায় চলছে দ্যাখো বিশ্বময়
বর্বরতা দেখে ঘর কোণ দর্না কি কলঙ্ক—নয়?
                 কোথা বীরত্বের প্রলয়
                  নে ছিঁনিয়ে নে বিজয়-


কাল পবন ঐ আগুয়ান দেখ চেয়ে হে নওজোয়ান
বীর্য জাতি রক্ষার্থে তোর দে বিলিয়ে দে জীবনখান;
             স্বৈরশাসকের কর'রে অবসান
              জান যায় যাক দিসনারে মান-


আর জালিমের নয় গোলামী জাগরে সবে ঐক্যতানে
ইদুরগুলির দন্ত্য চুর্ণে লড়বো সবে আগামীর সন্ধানে!
           শৈবালের মূল বিনাশ প্রদানে
           আয়রে তোরা প্রলয়ের বাণে-


জাহেল যুগে ফাঁসির কাষ্ঠে ঝুলছে কাণ্ডারী মুসাফির
পৃথ্বী থেকে বিলীন দানে খোদার ওহী শ্রেষ্ঠত্ব নূরাণীর!
                মুখে লও হে আল্লাহু তাকবীর
                ছিঁড়রে গোলামীর জিঞ্জির-