আলো রেখে অন্ধকারে কিসের খোঁজে দিশাহারা
আদম উপায় কি হবে তোর যমদূত সম্মুখ খাঁড়া!


সারাটি দিন পাপে বিলীন কুকর্মে—কুপথে হাটা
সত্য পায়ে পিষে অসৎ মিশে নিজের ভালে ঝাঁটা!


আদমে-আদমে ক্যান কালক্রমে মাত সব সংঘাতে
ওরে নির্বোধ মনের ক্রোধ ভিক মাগ এক খোদাতে!


তুলি দুহাত অশ্রুঝরা নয়নওপাত সৃষ্টি পানে তাকা
না চিনিলে আল্লা-রাসুল পূণ্যির খাতা হবে ফাঁকা!


মরনকালে কঠিনহালে গিলবে তোকে যমরাজ
তারই কাছে হুকুম আছে রেহাই নাহি পাবে ঠকবাজ!


থাকতে সময় কর'রে ভয় সবে আল্লাহ নামে শুকর
সত্য পথে নিত্য রথে চলরে পাপী জিকির তুলে মুখর!


নিদানকালে পড়বি তুই জঞ্জালে অন্ধকার কবরে
অযুত বছর কাটবে দুখের প্রহর কাঁদবিরে অঝোরে!


অসৎ ছেড়ে আয়রে তেড়ে মুক্তির পথে তুই তাপী চল
পাক কালিমা খোদার মহিমা পেতে ফেল নয়ন জল?