ভয় উপেক্ষা হে বীর জাগো নয়ন মেলি
প্রতিবাদে জালিম রোধে উঠো জাগি
হেয় গোলামির তুচ্ছ জীবন পায়ে ঠেলি
স্বাধীন তরে এসো লড়ি!


দিকে দিকে মৃত্তিকাির আজ আন্দোলন
বিকলাঙ্গে অরাজ,ক্রোধ বিদ্বেষী কর চুর্ণণ
সগৌরবে দেখো আদি পিচাশিগণ
মেতেছে নিধনে শ্রেষ্ঠ জাতির চিরপতন
যত নরক কীটের তড়িঘড়ি।


আর নয় হেয় মীয়মান নষ্টের ভবঘুরে
মৃত্যু ফাঁদ কোন শয়তান পেতে রাখে মমিন তরে
কাল বর্তনে উচ্চ জাতি ডুবে মরে
সত্যের ধড়ে ঝুলে মিথ্যের দড়ি।


রাষ্ট্রখেকো অগ্নিদেবী সর্প ফণা তুলি
উত্তাল স্রোতোধারায় উঠে রে ঐ ফুলি
এসো দুশমন খুনে খেলি হে ডাঙ্গুলি
শত বাঁধা,শত বিঘ্ন লুটাই পৃষ্ঠ ধুলি
জাগরণে জাগো তরুণ দীপ্ত কিরণ-আঁধার পেলি
এসো ফের একতা গড়ি?


সচেতন হও যোগ দাও মুসাফির কাফেলা
রক্তের স্রোতে দুর্বিষহ কাটবে কত বেলা
পাপে বিলীন মুক্তির একীন করে অবহেলা
রহিলে হে চিরনিদ্রায় অসাড়?


এসেছে ডাক দিন বদলের দাও সাড়া বীর সবে
গোলাম জিঞ্জির ছিঁড়ে সিংহ গর্জন তুলো তবে
মুখে লও হে পবিত্র নাম আল্লাহ রসুল ঝঞ্ঝার ঐ উৎসবে
জালিমের নীড় পুড়ে কর ছারখার!


বুকে হিম্মত রেখে ঘোর সংকটে ফেলে চরণ
চল দুর্গম পথের যাত্রী উড়ায়ে কাল পবন
শত্রুর প্রাণে তুলে ত্রাসের গুরুগম্ভীর কাঁপণ
মুক্তিদানে ঘৃণিত জীবন দাস।


একত্ববাদ মূল বিশ্বাসী হানো আঘাত হেয় মন্ডলে
ক্রোধ কলহ নাশো হে বীর মহাত্বী কল্লোলে
অসীম বাধার পাহাড় মাড়িয়ে যাও আপনা বলে
নব্য অশুর মনোআশ কর হে নাশ।


রণযোদ্ধা!মহা শমশের হাইদার উত্তোলনে
প্রলয়াগ্নে লক্ষ দৃঢ় প্রত্যয় রাখো মূল সাধণে
কুরুক্ষেত্র কাঁপে দেখো বীর্য জাতির জাগরণে
কাফিরের দল পালিয়ে যায় শৃগালের ন্যায়।


পরাজয় নয় জয়ের নেশায় মৃত্যুতে প্রাণ দাও সপিয়া
ডঙ্কায় জাগো হে বীর আল্লাহ বোলে উঠরে জপিয়া
পাপ-তাপ মুছনে হে বীর উঠরে সমুদ্র ফুপিয়া
জয়ের হাসি হাসছে দেখো হেয় আঙ্গিনায়!