আমি রাজমহিষীর খুন মহলে বাত্যা তুলি স্ফুলিঙ্গ শিখার হিলল গর্জনে,


আমি সৈনিক অপরাজিত এক কালের কাছে দাঁড়ায়নি করজোড়ে
তোপের মুখে উর্ধ্ব এ শির নোয়ায়নি কখনও?


নির্দ্বিধায় দাঁডাবো ফাঁসির মঞ্চে,তবু দেশ-মাটি,ভাষা ও মানচিত্রের সম্ভ্রমহানি হতে দিবনা কিঞ্চিৎ,
বুকে ভীষণ দাহ জ্বেলে শত্রুকে পুড়াবার অগ্নি সঞ্চয় করছি যুদ্ধের বারতা নিয়েই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ব ঝড়ের বেগে;


হে নবীন হে বাধনহারা রুখে দাঁড়াও
শৈথিল্য মর্দনে পিষে ফেলো অসংগতির সয়লাব—