আমলাগোষ্ঠীর ধারেকাছে
কে ঘেঁষে কার হিম্মত আছে?
মানুষতো নয় যেনো চাঁড়াল
দৈন্যের রক্তে হয় লালে লাল!
এমপি মন্ত্রীর ছত্রছাঁয়ায়
মাটিতে নয় উড়ে হাওয়ায়।
অসহায় আজ বঙ্গবাসী
পরাধীনের হয়ে দাসী
আগ্নেয় মুখে সোনার স্বদেশ
মরছে দুকে দারুণ ফেঁসে
বৃত্তরা আরাম আয়েশে
দিবসযামী কাটাচ্ছে বেশ।
বুক ফুলিয়ে ঘুরে খুনি
অবহেলি জ্ঞানী গুনি
ব্যস্ত যারা দ্বীন কায়েমে
দিচ্ছে ফাঁসি ধরে ধরে
পীড়ন লাঞ্জন সহ্য করে
তবুও চলে প্রভুর প্রেমে।
ভণ্ডরা সব স্বদেশ সুজন
যা বলে তাই মানে সঠিক
পাঁয়তারাতে মৌলবাদে
নিন্দা হিংসা অহমিকায়
ভিতর ভিতর জ্বলে উল্কায়
মরিয়া হয় দ্বীন বর্বাদে।
মানুষ কূলে বন্য—তারা
দৈন্য গ্রাসে ঘূর্ণিই তাঁড়া
বিচুর্ণে প্রেম ফুল্ম বাগে
উদ্ধত হীন শোষক যতো
একনায়কতন্ত্রে খোঁজে প্রীত
কে বুঝে কার মম ব্যথা
বলবো না কখনো যদিও
দেশটা গোল্লায় যায় যাক যাক গে।