নির্বাক কেন জাগো দুর্বার? মহাযজ্ঞে
হাঁকো হায়দারী হাঁক;
রণরণে উপেক্ষা দাও? জ্বালাও পোড়াও
দুস্কৃতি নিপাত যাক।


ঐ নতুনের হাতছানি সুদিন অতি নিকট,
আসছে ঠেলে দুর্লভ সংকট,
চলো নবীন শির উঁচিয়ে ভীম নাড়িয়ে
পদপিষ্টে পাকানো জট।


ইতস্ততেঃ নয় সিংহের গর্জনে ফের
ঘুমন্ত প্রাণ জাগুক;
বিকল কেন সচল রাখো?উদ্ধত হাত
শত্রুর রক্তে রাঙ্গুক।


যুদ্ধ ক্ষেত্রে পরাজয়ের গ্লানিতে
মুর্ছে যাক খড়কী;
মৃত্যুর কর্ণ গহ্বরে উৎপত্তি যার
তার মরণে ডর কী?