হে মুসলমান চারি দিকে এতো মাহফিল মজসিদে মাওলানা ও ইমাম,
ড়াকে তোমায় দ্বীনের পথে লিপ্ত থাকো কেন কুকাজ-ভ্রান্তির পথে!


হে আদম সন্তান এসেছ একা
যাবেও একা এ নয় মিথ্যে কথা
সারা জনম করলে তুমি মিথ্যে অহংকার
ক্ষুন্ন করিলে তুমি স্ব-হস্তে তোমার শান-মান
বুঝলে না খোজলে না আনলে বিশ্বাস
মনে ঈশ্বর নিরাকার!


শয়তানের কুচক্রে পড়ে দ্বীনের পথে হয়েছ কাটা মমিনের কাজে নমরোদের মত দিয়েছ বাধা মিথ্যে অহংকারে বেধেছ বাসা ভাবনি-


এ সাহারামে কামাসনা তোমার খুবই ক্ষীন হাশর  জমিন কেমন হবে দ্বীন? মত্ত রহিলে
সর্বক্ষন টাকা-নারীত্বে ভুলে স্রষ্টার আইন!


কানন ঘোর আধারে কাটালে দিন কুপ্রলোবনে স্ব-স্বার্থাজে!
কাহার কর্নারে খোজিয়ে বেড়াও ঈশ্বর ঘর রেখে যাও কার মন্দিরে?