পরাধীনে ভীষণ ভোগছিঃঘরে বাইরে থাকি মুখ চেপে,
শাষকের শোষণে জ্বলতে থাকি-অবিরাম অবিরত
ভেতর জাগ্রত বীর উঠে বারবার তীব্র ভাবে ক্ষেপে?
এভাবে কতকাল বলো পরাধীনের পদতলে রবো নত।


হাতে শিকল পরা-যেনো ছ্যাঁকা খাওয়া ব্যর্থ প্রেমিক পুরুষ বন্দি গারদ খানায়!
শাষক গোষ্ঠীর ত্রাসে-করালগ্রাসে কাঁপে থরোথরো স্বাধীনতা কাকে জানায়?


আমরা যারা নিম্ন শ্রেণীয় লোক-মোটা কাপড় আর মোটা ভাত খায় এ ছাড়া তো অন্য চাওয়া নাই
বিত্তশালীর আরাম আয়েশের জীবন যাপন দেখে আমরা হিংসাতোর নই-একটু স্বাধীনতা যেনো পাই।


বিশাল বহুল অট্টালিকা আমরা চাইনা-কোনো ব্যাংক,ব্যালেন্স,অগাধ সম্পদ কিংবা দামি গাড়ি,
আমরা শুধু চাই পরাধীন থেকে মুক্তি-আমাদের যা আছে এতেই তুষ্ট যদিও জরাজীর্ণ বাড়ি?


স্বাধীনতা চাই-পেলে অন্য কোনো কিছুর দাবী নাই?
প্রতিশ্রুতি দিচ্ছি-স্বাধীনতার জন্য যদি রক্ত চাও দেব নির্দিধায় একটু স্বাধীনতা পেলে সাজাব জীবনটাই।


দেশের এমপি মন্ত্রী দলীয় নেতা-ওদের হাতে জিম্মি সুশীল সমাজ,স্বাধীন রাষ্ট্র ওরা পারলে গিলে খায়-
স্বাধীনতার অস্তিত্বটা পেলে-ভুলে যাব অতীত কিংবা বর্তমানটায়;


রাষ্ট্র প্রধান হবার লালুসা নেই-অরাজকতার মন মানসিক ভাবনা,
আমরা কেউ দুর্বলও নই-সহিতে পারি সব মৃত্যুগ্রাসী যাতনা;


স্বাধীনতার পরিবর্তে জীবন যদি যায় যাক-পরাজিত সৈনিক বাঙালি নয়,
মনে রেখো:রণ ক্ষেত্রে মৃত্যুজয়ী ভয়কে করেছি জয় আমরা অজয়-অক্ষয়।  


যদি না এড়াতে পারো আমাদের এই ক্ষুদ্র চাওয়া
তবে কমরেড তোমার নীলার মসনদ উড়ে যাবে আমাদের চিৎকার হুংকারে
আমজনতার কাছে তুমি কেনো-আদি ধাম্ভিক ফেরাউন, সাদ্দাদ, নমরোদ তোমার উত্তরসূরী এরাও বিলীন?


আমরা খোদা ভীরু সৈনিক সম্মুখ যাহা পায় বা পাবো ধশে যাবো পালাক্রমেঃ
পড়ে রবে শুধু মরুভুমি-বিনাশ হবে যত রঙ্গ মঞ্চ জমানো দীর্ঘশ্বাস দমে।


চুর্ন বিচুর্ন করে দেব তোমার রাক্ষসী মন থুথু ছিড়াবো আজ তোমার জাতির মুখে
পরিশেষে তোমার অহংকার তেজ:ধশে যাবো নোংরা পায়ে লম্ফ দেব পাষাণ বুকে।


পুলিশ-র‌্যাপিড, আর্মি, বিটিয়ার,আনসার
যত আছে আম্রগোষ্টী,
তোমার ড়ান, বাম এমপি, মন্ত্রীর করব সষ্টী
বিদ্রোহী জনতার কাছে সবই তুচ্ছ।


চাইনা আমি দামি গাড়ি চাইনা অট্টালিকা বাড়ি
চাইনা আমি কভুও ভাই নিতম্ব প্রধান কোনো নারী?


চাই যে শুধু একটু শান্তি চাইনা পকেট ভর্তি মান্তি
চাইনা আমি কোরমা পোলাও চাইনা শানকি ভরা ভাত
একটু স্বাধীনতা পেলে কেটে যাবে দুর্গম রাত?


স্বাধীনতা দে হারামজাদী চলার,বলার,নিদ্রার
নইলে তোর অন্দর মহলে প্রবেশ করব এবার?