দুঃখ দিয়েছ বৈ কি হয়েছি দুখি?                     দুখে-দুখে জীবন করেও ক্ষয়ি;                       হয়নি দুখি হয়েছি কবি দুখি!                        
ভালোবেসে বিনে দোষে পেলাম সাজা:
পায়নি তোর মনের দ্বার হে ছলনাময়ি।


বুঝিনী তোর চোখের ভাষ্য মায়াবিনী লোচন চাহনে হয়েছি হিতাহিত জ্ঞান শুন্য!
দুখে-দুখে হয়েছি বিচুর্ন হয়নি ক্ষত;
বিরহ জ্বালা যদি নাইবা-স্বয়ি তোর যাতনা লাবন্য কি পেত?


আমাকে হারিয়ে গড়িছ যার হৃদে স্বপ্ন বাসর!
তিলে-তিলে বিরহ অনলে পুড়িয়েছ এ শ্রান্ত অন্তর?
                    
প্রেম নয় ভালোবাসায় ছিলো ছলনা বৎসনা গাথিয়া ফুলও মালা আমাতে
না পরিয়ে দিয়েছ কার গলা সে মালা আজ হয়েছে আমার সীলগলা।