খুন পিয়াসু ঐ জেগেছে!প্রাণের স্বদেশ খাবে এবার গিলে
হুংকারে তার কাঁপিছে দেশ নিরীহ জনতা উঠছে পিলে।
সিংহাসনের?নেশায় উন্মাদিনী সাঁতরাই আজি রক্তের ঝিলে
বিত্তশালী ক্ষুধিত খুব সমাজটাকে খাচ্ছে সবাই মিলে।


মানুষ নামের শকুনগুলো আহার খোঁজে দূর্বল জনগণে
আমজনতার পিঠ ঠেকেছে আজ দেয়ালে জালিমে শোষণে
আয়রে তোরা দুশমন তাড়া আর কতকাল থাকবি চুপে বল
স্বদেশ তোদের ডাকছে ওরে জাগরে কালের নাশে বীরের দল।


শত্রু আজি ভীষণ ক্ষেপা রুখে দাঁড়া সাহস রাখিস দিলে্
হানরে আঘাত বজ্রাঘাতে আজি স্বৈরাচারীর ঐ মঞ্জিলে
শুন বাঙালি!যারা দেশের তরে জীবনটা তোর ধরনা বাজি
দেশ স্বাধীনে আর থাকিসনে বসে তাড়া অপশক্তি পাঁজি।


জীবন গেল সম্ভ্রম গেল স্বাধীনতা নাহি মিলে তবু
বীর বাঙালি জাগরে আবার কাঁপুক ভয়ে নব ভন্ড প্রভু
দ্যাখনা চেয়ে জননীর মান ঐ চলে যায় নীরব থাকিস কিসে
পরাধীনের শোষণে আর সুন্দর জীবন মারবি কত পিষে?


শহীদদের নাম পাথরে নয়, কাগজে নয় লেখা ইতিহাসে
পাতায় পাতায় স্বর্ণাক্ষরে ধব্রতারার মত কেবল হাসে।
জয় ছিনেছি যুদ্ধ করে মাতৃভাষায় নিতে শান্তির দম
দেশ স্বাধীনে প্রাণ দিয়েছি সফল হয়েছে মোদের এই শ্রম।