জাগো দুর্বার হে বঙ্গ বীর
বিচুর্ণে ঐ লৌহ জিঞ্জির।
বিদ্বেষ ভুলে ফের একতাই
হানরে সঙ্ঘাত শনির চক্রাই
একনায়তন্ত্র রুখি সবাই
স্বৈরশাসকের পতন ঘটাই!
মনসা দেবীর শাসন শোষণ
চির তরে কর'রে নিধন
অসি ছেড়ে ধর'রে মসি
সিংহের লম্ফে জুলুম ধসি।
অনেক থেকেছিস ক্ষীণ বধির
ব্যভিচারে অত্যাচারীর।
দে নাড়িয়ে ক্রোধ-সিংহাসন
উপাড়িতে ধ্বংস কম্পন
জাগাবো ফের রাঙা প্রভাত
দস্যির সাথ ন করি আতাত।
বিদ্রোহী মোরা সংগ্রামী
শত্রু ঠুকে শির সেলামি
মোদের বজ্র হুংকারে ভাই
জালিমশাহী গর্তে লুকাই।
দৈন খুন শোষে অট্রবাসে
পুঁজিবাদী নরপিশাচে!
থুথু ছুড়ি তাগুত মুখে
বর্শা হানি পাষাণ বুকে।
দৈন বটে নই ভিখ আচারি
ঈর্ষাতুরও নই ধন কাণ্ডারি
বিনা শ্রমে নাহি চাই সুখ
অনাহার কাটে দিন নেই দুখ
আফসোসি নই মোরা কাঙাল
যদিও হক চিবায় পঙ্গপাল
নেই তাতে তিলসম বিলাপ
আয়েশি জীবন ন দেখি খা'ব।