গাও গেরামের দাদা দাদীর কল্পলোকের গল্প কথা বাংলাদেশের স্বাধীনতা
গল্পের এপিঠ ওপিঠ সারি সারি সাজানো লাশ রক্তাক্ত মাঠ বর্বরতা;
সত্য বলার হিম্মতই কার
বলতে গেলেই রাজদ্রোহী
কত ফুলে রশি ঝুলে
শোষক রাজ্যে প্রজারা ঝি
চারিদিকে স্বৈরাতন্ত্রের কষাঘাতে মর্মর সব যা!


সর্বাগ্রে আজ কানাকানি ফিসফিস নিশাপতির গাত্রে মরণব্যাধি নিশপিশ
কালের ঝান্ডা উড়ারে আজ উড়া আলেয়ার নিলয়ে কেহ হার না মানিস?
শাষকগোষ্ঠীর ভাঙরে প্রাচীর
হা-গ্রাসে দেশ বন্যে
অসীম আঁধার নিশিগন্ধার
ঘ্রাণ বর্বর—নিমগ্নে
নির্ধনের ধন লুটে-ছিনে বেঁচে থাকার স্বাধীনতা!