হে নওজোয়ান ত্যাজবান বিজয় কেতন
হে নওজোয়ান বিন্দুই-সিন্ধু প্রস্ফুটিত ফোটন।
এসো নবীন আবীর সেজে অভিশপ্তে ক্রোধ ময়দানে
হেয় বক্রগ্রীব ধর্মধ্বজীর বক্রদৃষ্টি অন্ধ দানে।
নবরূপে রাঙ্গুক অন্ধকারে ঘেরা ভঙ্গুর অখিল ভুবন।
এসো রোধী যতো হীন দুর্নীতি
চির অন্তে গাহি সাম্য গীতি।
জালিমের দুঃশাসন দু'পায় মর্দন।
দাসের জীবন মুক্তির আশে,
পুনঃবার মিলি অরাজ নাশে
স্বাধীনতা ছিঁনে আনবো সবে করি এই পণ।
সমবেত হই জয়ের লক্ষ্যে,
চলি হিম্মত রেখে বক্ষে
হে নওজোয়ান জাগরে ফের ঝড়ের মতন।
আকস্মিকে চকিত ধুমকেতু,
দিকেদিকে উঠুক দুর্বার প্রয়োল্লাসের হেতু
প্রবাহমান হোক অলীকরাজ্যে বিদ্বেষী প্লাবন।