আমার কবিতা / রাজেন্দ্র দাস
নির্জন পল্লীগ্রামের স্বপ্নময় ছোট্ট বাসা—
গ্রামের মেঠো পথ, সবুজ শস্যক্ষেত,
অসীম নীলাকাশ নিয়ে আমার পৃথিবী ।
ভালবাসি পাহাড়-সাগর-নদী ।
তাদের ছবি আঁকি—
কখনও খাতার পাতায়, কখনও মনের পাতায় ।
আর আমার প্রাণের খেলা তাদের সাথে ।
তুমি বোধ হয় বুঝতে পারলে না ।
কারণ, তুমি আমার যে খেলা দেখেছ
তা’ শুধু বাইরের খেলা,
কিন্তু ভিতরের খেলা চলে অবিরাম—
তা’ কি দেখতে পাও তুমি?
জানি, তুমি আমার প্রতীক্ষায় আছো দীর্ঘকাল—
এটাই তো জীবনের পরীক্ষা ।
তবে, একদিন ঠিক পৌঁছে যাব তোমার কাছে—
জীবনের গান, ভালবাসার গান গেয়ে ।
পথিক-কবির শেখানো গানটি-
তোমাকে শুনিয়েছিলাম,
মনে আছে তো?
‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো—
সেইখানে যোগ তোমার সাথে আমারও’।