দূর বহুদূর, তবুও কাছে যাওয়ার আকুল আবেদন
প্রেম নেই, ছিঁড়ে গেছে  কোন এক ঝড়ের রাতে
নিঃশব্দে ক্ষয়ে গেছে স্বপ্নের ঘর
বড় একা হয়ে গেছে আমার পৃথিবী।
তুমি বলে, একটা শব্দ এখনো
রয়ে গেছে হৃদয়ের উঠোনে।
প্রেমের প্রেতাত্মা প্রতি রাতে ঘোরে ফিরে
ঘুমের ঘোরে তোমাকে নিয়ে,
গল্প হয়ে ওঠার জন্য।
কিন্তু তুমি হীনা আমার চোখে ঘুম নেই,
তাই, প্রতি রাতে এসে ফিরে যায় আঁধারের দেয়ালে।
তোমার দুচোখে তাকিয়ে অনেক স্বপ্ন দেখেছি
রঙিন করেছি সাদা কালো জীবনের গল্প।
আর এই স্বপ্ন দেখানো প্রেমিকার হাতে ই হয়
সহস্র প্রেমের মৃত্যু।